গত ৬ই মে রাজ্যের শিক্ষামন্ত্রী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত প্রিন্সিপালদের নিয়ে বিদ্যালয়ের ফিস সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠকে মিলিত হয়েছিলেন , বৈঠকে স্কুলের ফিস না বাড়ানো এবং গত বছর যেটা ছিল সেটাকে পারলে কিছু কমিয়ে দেওয়ার আহবান রেখেছিলেন । কিন্তু রাজ্যের আসাম রাইফেলস বিদ্যালয় শিক্ষামন্ত্রীর এই আহবানকে পড়ুয়া না করে অভিভাবকদের উপর আগামী ১৭ই মের মধ্যে বিদ্যালয়ের সমস্ত সম্পূর্ণ ফিস জমা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন বলে জানা যায় । এ বিষয়কে ঘিরে অভিভাবক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।