Site icon janatar kalam

সুস্থতার দিকে বিপ্লব দেবের মা, খোঁজখবর নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের মা । রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসা চলছে তার।হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের মা। বুধবার তাকে ভর্তি করানো হয়েছে জিবিপি হাসপাতালে। এই খবর ছড়িয়ে পড়তেই জিবি হাসপাতলে রীতিমতো লাইন পড়ে যায় শুভাকাঙ্খীদের। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার অনেকেই ছুটে গিয়েছেন হাসপাতলে। কথা বলেন বিপ্লব দেবের মার সঙ্গে , খোঁজখবর নেন তাঁর শারীরিক অবস্থার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বিপ্লব দেবের মাকে হাসপাতালে দেখে এসে তার সামাজিক মাধ্যমে লিখেন,রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের মায়ের অসুস্থতার খবর পেয়ে আজ জিবিপি হাসপাতালে গিয়ে উনার স্বাস্থ্যের খোঁজখবর করি এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে কিরূপ শারীরিক অসুবিধা রয়েছে এই সম্পর্কে অবহিত হই। চিকিৎসকদের প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করি। আমি মাতা ত্রিপুরাসুন্দরীর কাছে উনার দ্রুত আরোগ্য কামনা করছি। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। শ্রীনাথ তার সামাজিক মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। লিখেন,রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের মায়ের অসুস্থতার খবর পেয়ে আজ জিবিপি হাসপাতালে গিয়ে উনার স্বাস্থ্যের খোঁজখবর করি এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারি উনার স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হচ্ছে। আমি মাতা ত্রিপুরাসুন্দরীর নিকট উনার দ্রুত আরোগ্য কামনা করছি। এদিনেই হাসপাতালে ছুটে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। শ্রী ভট্টাচার্য বিপ্লব দেবের মায়ের দ্রুত আরোগ্য কামনা পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শান্তির বাজারে একটি অনুষ্ঠানে যোগদান পর্ব শেষে খবর পেয়ে দ্রুত ছুটে আসেন হাসপাতালে। খোঁজখবর নেন মায়ের। শ্রী দেব তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছে।

Exit mobile version