Site icon janatar kalam

মহাদেব দর্শনে বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্ত স্পর্শে লোকার্পণ হয়েছে উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরকে ঘিরে তৈরি হওয়া ‘মহাকাল লোক’ করিডর ।নির্ধারিত কর্মসূচি অনুসারে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির অন্যান্ন কার্যকর্তাদের ন্যায় রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবও বনমালীপুর শিবনগরস্থিত শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের দর্শন ও অর্চনা করেছে। উল্লেখ্য নন্দী দ্বার সহ বিভিন্ন দেব দেবীর অনুরূপ ভাস্কর্য, স্তম্ভ সহ আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনী অবলম্বনে একাধিক সৃষ্টি, এই আস্থাস্থলটিকে শ্রদ্ধালু ও পুন্যর্থীদের কাছে আরও হৃদয়গ্রাহী করে তুলেছে l

Exit mobile version