2024-12-16
agartala,tripura
রাজ্য

ম্যাক্স না পরে বের হওয়া মানুষদের জরিমানা করছে সদর মহকুমা প্রশাসন

রাজ্যে জারি থাকা আইন অনুসারে রাজ্যের কোনো ব্যাক্তি যদি ম্যাক্স না পরে বের হয় তাহলে জরিমানার নিয়ম ধার্য ছিল . তারই পরিপ্রেক্ষিতে আজ রাজধানীর লেক চৌমুহনী বাজার এলাকায় সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে ডিসিএম অনিমেষ ধরের উপস্থিতিতে ম্যাক্স না পড়ে বের হওয়া মানুষদের 100 টাকা করে জরিমানা করা হচ্ছে. পাশাপাশি ডিসিএম অনিমেষ ধর জানান প্রথমাবস্থায় 100 টাকা করে জরিমানা নেওয়া হচ্ছে দ্বিতীয় দফায় যদি ধরা পরে তাহলে জরিমানার অর্থ বাড়তে পারে বলে জানা যায় .

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service