Site icon janatar kalam

আগুনে পুড়ে ছাই গবাদি পশু অল্পেতে রক্ষা বলে বসতঘর

জনতার কলম ত্রিপুরা বিলোনিয়া প্রতিনিধি :- আগুনে পুড়ে ছাই গবাদি পশু সহ ঘর । অল্পতে রক্ষা পেল বসত ঘর। বিলোনিয়া থানাধীন ভারত চন্দ্র নগর ব্লকের কাঁসারি আর এফ এডিসি ভিলেজের যশমূড়া রিয়াং পাড়াতে ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। তবে আগুন লাগার ঘটনা জানা না গেলেও সন্দেহ করা হচ্ছে নাশকতামূলক এই অগ্নিসংযোগ ‌‌। যশমূড়া রিয়াং পাড়ার বাসিন্দা জাম্বুরাই রিয়াং এর বাড়িতে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক অগ্নি কান্ডের ঘটনার টের পেতেই , বাড়ির অন্যান্য লোকজন দের ডেকে ঘুম থেকে উঠিয়ে আগুন নেভানোর চেষ্টা করে । চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে এলাকার লোকজন । তাদের সহায়তায় কিছু গবাদিপশু সহ বসত ঘর রক্ষা পায় । জানা যায় এই ঘরে হাঁস, মোরগ সহ দশটি গরু ছিল। এর মধ্যে একটি গরু সহ সাতটি হাঁস , দুইটি মোরগ পুড়ে ছাই হয়ে যায়। এই গবাদিপশু পালন করে সংসার প্রতিপালন করেন জাম্বুরাই রিয়াং। অগ্নি কান্ডের ঘটনায় হতবাক জাম্বুরাই রিয়াং সহ তার পরিবার। ঘটনায় এলাকায় চাঞ্চল্যে বিরাজ করছে।

Exit mobile version