জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহর্ষি বাল্মীকির জীবনাদর্শ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্মিকী জন্মজয়ন্তী পালন করল বিজেপি তপশিলি জাতি মোর্চা। সারা রাজ্যে বিজেপির প্রতিটি মন্ডলে নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হবে বাল্মিকী জন্মজয়ন্তী জানিয়েছেন তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি টোটন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও সহ-সভাপতি ডা: অশোক সিনহা। এদিন প্রদেশ নেতৃত্বরা মহর্ষি বাল্মিকী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।