জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি উদ্যোগে আগরতলা বিমানবন্দরে যাত্রীসাধারনের সুবিধার্থে চালু হলো প্রিপেইড অটো ও টেক্সি পরিষেবা। এখন থেকে যাত্রীরা বিমানবন্দর থেকেই সরকারি ভাবে ধার্য করা ভাড়া দিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। এই প্রিপেইড পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী প্রানজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়ক ডক্টর দিলীপ কুমার দা সহ পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।