Site icon janatar kalam

ত্রিপুরায় টি অ্যাকশন সেন্টার স্থাপন হলে বাণিজ্যিকভাবে অনেকটা লাভবান হবে রাজ্যের চা শিল্প: সন্তোষ সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবে রাজ্যের উৎপাদিত চা কে আরো প্রসারিত করার লক্ষ্যে ত্রিপুরায় একটি টি অ্যাকশন সেন্টার নির্মাণের দাবি দীর্ঘদিনের। অবশেষে তা যেন বাস্তবায়ন হতে চলেছে। কিভাবে টি একশন সেন্টার স্থাপন সম্ভব, তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে এবং টি বোর্ড অফ ইন্ডিয়া ও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সহায়তায় আয়োজিত এই দিনের বৈঠকে অংশ নেন রাজ্যের ২২ টি চা বাগানের মালিকপক্ষ। গুরুত্বপূর্ণ এই বৈঠকে মালিক পক্ষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা অ্যাকশন সেন্টার নির্মাণের ক্ষেত্রে নিজেদের বক্তব্য তুলে ধরেন। জানা গেছে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পরবর্তী সময় রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়া হবে। এদিনের এই বৈঠক প্রসঙ্গে ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরায় টি অ্যাকশন সেন্টার স্থাপন হলে বাণিজ্যিকভাবে অনেকটা লাভবান হবে রাজ্যের চা শিল্প। তাই বর্তমান নিগমের কর্মকর্তারা দায়িত্ব নেবার পর থেকেই এই অ্যাকশন সেন্টার স্থাপনের জন্য তৎপর হয়ে ওঠে। তিনি দাবি করেন, দীর্ঘদিনের এই প্রচেষ্টা খানিকটা দেরিতে হলেও এবার বাস্তবায়নের পথে।

Exit mobile version