Site icon janatar kalam

লক ডাউনের মাঝেই ক্ষুদ্র পরিসরে স্মরণ করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে

শুক্রবার রাজধানীর শিশু বিহার স্কুলে পালিত হলো কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মদিবস . অন্যান্য বছর এই দিনটি নাচে গানে নানান ষাড়ম্বরের মাঝে পালিত হলেও এবছর এই দিনটি লক ডাউনের ফলে অল্প পরিসরে উদযাপিত করা হলো . এদিনের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন কবিগুরুকে যদি অনুসরণ করে চলা যায় তাহলে জীবনে চলার পথে কোনো বাধা থাকবে না কারণ কবিগুরুর ধ্যান ধারণা ছাড়া আমরা চলতে পারি না তাই শিক্ষামন্ত্রী কবিগুরুর নির্দেশিত পথে ছাত্রছাত্রীদের চলার জন্য আহবান রাখেন .

Exit mobile version