জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শারদীয়া উৎসবকে সামনে রেখে সমাজের দুস্থ মানুষের হাতে এবারও নতুন বস্ত্র তুলে দিল আগরতলা রামনগর চার নম্বর রাস্তার শেষ প্রান্তের রাম ঠাকুর সেবা মন্দির। ধর্মীয় এই প্রতিষ্ঠানটি প্রতিনিয়তই বিভিন্ন সমাজ সেবামূলক কাজ সংঘটিত করে আসছে। আবারো তার নজির স্থাপন করলো সোমবার। এদিন এলাকার প্রায় পাঁচ শতাধিক দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন মন্দিরের কর্মকর্তারা। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন স্থানীয় কর্পোরেটর শ্রীনিবাস দাস, সমাজ সেবক আশীষ পাল সহ আরো অনেকে। মন্দিরের তরফে পুজোর মুখে নতুন বছর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সুবিধাভোগীরা। উৎসবের প্রাক মুহূর্তে রামঠাকুর সেবা আশ্রমের এধরনের উদ্যোগের প্রশংসা করে মেয়র দীপক মজুমদার বলেন, এই রাম ঠাকুর সেবা মন্দির প্রতিনিয়তই নানা সামাজিক কর্মসূচির সাথে যুক্ত। বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসে এই মন্দিরের কর্মকর্তারা।