জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 2023 বিধানসভা নির্বাচনে 60 টি আসনের মধ্যে 60 টিতেই একা লড়বে বিজেপি দল। 60টি আসনেই জয়ী হয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি | স্পষ্ট জানালেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। শেষ হল ভারতীয় জনতা পার্টির দুই দিনব্যাপী আয়োজিত চিন্তন শিবির। শিবিরে অফিস বেয়ারার থেকে শুরু করে মন্ত্রী এমএলএ, মন্ডল সভাপতি, মিডিয়া ,সোশ্যাল মিডিয়া সেল প্রত্যেকের সাথে আলাদা আলাদা বৈঠক হয়েছে। শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। 60টি বিধানসভা কেন্দ্রের বর্তমান অবস্থান এবং শক্তি সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকেই আগামী বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। লক্ষ্যএবার 60 এ 60 টি আসন |শিবির শেষে সাংবাদিক বৈঠকে জানালেন দলীয় মুখপাত্র সুব্রত চক্রবর্তী। শিবিরের শেষদিনে আলোচনা হয়েছে বিরোধীদের অবস্থান নিয়ে। সুব্রত চক্রবর্তী জানান শুধু ভারত নয় বিশ্বের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিজেপি বিরোধী বলতে এই রাজ্যে বিশেষ কোন রাজনৈতিক দলকে চিহ্নিত করে না। বিরোধী মানে বিরোধীদল। কথাটি স্পষ্ট না হলেও রাজিব বাবু স্পষ্ট বুঝাতে চেয়েছেন। তিনি বলেন বিরোধীদের গতিবিধি সম্পর্ক আভ্যন্তরীণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুব্রত চক্রবর্তী জানান 2023 বিধানসভা নির্বাচনে নতুন কোনো রাজনৈতিক দলের লগে এলান্স হওয়ার সম্ভাবনা নেই | প্রকারান্তরে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিপরা মথা দলের সঙ্গে কোনো জোট হচ্ছে না। এদিনের বৈঠকে বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সংগঠন মন্ত্রী বিএল সন্তোষ , ত্রিপুরা প্রদেশ প্রভারি ড:মহেশ শর্মা , দলের জাতীয় মুখপত্র ড:সম্বিত পাত্রা, উত্তর পূর্বের সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা , রাজ্যসভার নতুন সংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী রাজিব ভট্টাচার্যী, মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ,উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন,প্রমূখ।