Site icon janatar kalam

পঞ্চম বর্ষে পড়েছে আয়ুষ্মান ১৪ লক্ষ মানুষ পেয়েছে সুবিধা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যে প্রায় 14 লক্ষ লোক সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এখন পর্যন্ত এক লক্ষ 65 হাজার লোক আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেয়ে গেছে। বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2018 সাল থেকে শুরু করেছিলেন আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের সাধারন গরিব মানুষ তার চিকিৎসার জন্য বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত সরকারিভাবে সহায়তা পাওয়ার স্থান রয়েছে।মূলত কেন্দ্রীয় সরকারের আর এস বি ওয়াই প্রকল্পে যাদের কার্ড ছিল তাদেরকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। নতুন করেও অনেক সাধারন গরিব মানুষ এই প্রকল্পের আওতায় এসেছে। এবছর প্রকল্পের 4 বছর পূর্তি হয়ে পঞ্চম বছরে পা দিয়েছে। এই উপলক্ষে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানী আগরতলায় বের হয়েছে বর্ণাঢ্য এক রেলি mসকালে রেলিতে অংশগ্রহণ করে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শ্রী মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই প্রকল্পে এখন পর্যন্ত এক লক্ষ 65 হাজার লোক সুবিধা পেয়েছে। এদিনের রেলিতে অংশগ্রহণ করে স্বাস্থ্য সচিব দেবাশীষ বাসু বলেন , গোটা রাজ্যে এখন পর্যন্ত 95 শতাংশ কভারেজ হয়ে গেছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। প্রায় 35 কোটি টাকা বেনিফিট পেয়েছে সাধারণ মানুষ। রেলিটি রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। জনসচেতনতা মূলক এই রেলিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version