জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির বার্ষিক সম্মেলন
ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সোসাইটির সভাপতি সুবল কুমার দে এর পৌরহিত্যে অনুষ্ঠিত এই দিনের এই সম্মেলনে রাজ্যের প্রবীণ সাংবাদিক শ্রোতা রঞ্জন খিসাকে সংবর্ধনা। সম্মেলনে রাজ্যের বর্তমান সংবাদমাধ্যমের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। দীর্ঘ আলোচনার শেষে গঠিত হয় নতুন কমিটি। নিউজ পেপার সোসাইটির সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংবাদ মাধ্যমের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বলেন, সবার প্রতি সমান দৃষ্টি নিয়েই কাজ করবে। যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি থাকবে, তবে আইনিভাবেই সমস্যার সমাধানের চেষ্টা করবে সরকার। সংবাদ মাধ্যম এই রাজ্যের ৩৫ বছরের রাজত্ব দেখেছে। এই জায়গা থেকে এখন প্রত্যেকেই মুক্তি পেয়েছে। এমন কিছু কাজ করা উচিত নয় যে সমস্যার সমাধান হচ্ছে না বলে আগের অবস্থা আবার ফিরিয়ে আনা যায়। সরকারের ভুল ত্রুটি গুলি অবশ্যই লিখবেন। যদি পূর্বেকার অবস্থা হয় তাহলে সেই ৩৫ বছর ৭০ বছরে হবে। সরকারের ভুল ত্রুটিগুলি তুলে ধরার দায়িত্ব রয়েছে আপনাদের। কিন্তু তাই বলে বিকৃত সংবাদ লেখা উচিত নয়।