জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি সমস্ত হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টার এবং সাব সেন্টার গুলোতে যে রোগী কল্যাণ সমিতি রয়েছে তা এখন থেকে হয়ে যাবে জন আরোগ্য সমিতি। এই সমিতিগুলো স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মনিটরিং করার দায়িত্বে থাকবে। সোমবার সরকারি অতিথিশালায় এ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে ন্যাশনাল আরবান হেলথ মিশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত মেয়র দীপক মজুমদার বলেন স্বাস্থ্যবিষয়ক যেসব স্কিম রয়েছে রোগী এবং জনগনের জন্য তাদের এই পরিষেবা পাইয়ে দিতে জনপ্রতিনিধিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।