জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নতুন দিল্লিতে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রদেশের নবনিযুক্ত প্রভারী সাংসদ ড. মহেশ শর্মার সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর হয়ে সাংসদ ড. মহেশ শর্মাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে এবং ত্রিপুরার সাংগঠনিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এদিন তার সামাজিক মাধ্যমে বলেন,
“আমার দৃঢ় বিশ্বাস উনার সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে রাজ্যে বিজেপি সংগঠন আরো বেশী মজবুত হবে ”।