প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার গাড়ির ধাক্কায় আহত ১ বাইক আরোহী। ঘটনাটি ঘটে শান্তিরবাজার মহকুমা শাসক অফিসের সামনে সাব্রুম – আগরতলা জাতীয় সড়কে। আহত ব্যাক্তির নাম দৈচন্দ্র রিয়াং। সাব্রুমের সভা শেষে আগরতলায় ফিরছিলেন কংগ্রেস নেতা বিরজিৎ সিনহা ,আশীষ সাহা’রা। তখনই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দৈচন্দ্র। বর্তমানে তিনি শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কংগ্রেস নেতারাই তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এর বাইরে কংগ্রেস নেতৃত্ব পেশায় শ্রমজীবী এই বাইক আরোহীকে আর কোন সাহায্য করেননি বলে অভিমত তার।