জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের ভূয়শী প্রশংসা করেছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। বলেন, মোদির সুশাসনে মানুষের মনের বিকাশ ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে সদর জেলা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আয়োজন করা হয়েছে এক বিশেষ রক্তদান শিবির। শিবিরে প্রায় শতাধিক যুবক-যুবতী স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছে। মানুষ আর মানবতার বিকাশ ও মানসিকতা বিশেষ পরিবর্তনের ফলেই আজকের দিনে স্বতঃস্ফূর্তভাবে মানুষ রক্তদানের মত মহৎ অনুষ্ঠানে এগিয়ে আসছে। একটা সময় ছিল রক্তদানে মানুষের ভিতরে ভয়ের সঞ্চার হত। এখন আর সেই ভীতিটা মানুষের মনে কাজ করছে না।ফলে প্রায় প্রতিদিন রক্তদানে এগিয়ে আসছে নবপ্রজন্মের যুবক-যুবতীরা। বললেন প্রফেসর ডঃ মানিক সাহা। রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার চাইছে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে সুশাসন পৌঁছে দিতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য |বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাইছে দেশকে টিবি রোগ মুক্ত করতে। তার জন্য টিবি রোগীদের সেবায় নিয়োজিত হবে যুব মোর্চার ছেলেরা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।