Site icon janatar kalam

লক্ষীর ভান্ডার খুলে গেল সরকারি কর্মচারীদের জন্যএক লাফে পূজা বোনাস বেড়েছে ৫০০ টাকা ২০০০০ অগ্রিম: জিষ্ণু দেববর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গাপূজার আগেই সরকারি কর্মচারীদের উপর লক্ষ্মীর দয়া। এবছর দুহাত উজার করে দিয়েছেন মা লক্ষী। 700 টাকা থেকে এক লাফে পূজা বোনাস বেড়ে দাঁড়িয়েছে 1500 টাকা। পূজায় অগ্রিম টাকা নিতে পারবে 20 হাজার পর্যন্ত।পূজায় সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এল অর্থ দপ্তর। সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। শ্রী দেব বর্মন বামফ্রন্ট সরকারের উদ্ধৃতি দিয়ে বলেন , সেই আমলে মাত্র 700 টাকা ছিল পূজা বোনাস। আমরা প্রথমে 300 টাকা পরে এক লাফে 500 টাকা বাড়িয়েছি। মোট পনেরশো টাকা পাবে নিয়মিত কর্মচারীরা। অনিয়মিত গ্রুপ সি গ্রুপ ডি, ডি আর ডব্লিউ, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, কেজুয়েল, হোম গার্ড, এস পিও সবাই সতেরোশো টাকা করে পাবে পূজা বোনাস।সরকার 9 দিন ছুটির পাশাপাশি ভালো রুটির ব্যবস্থা করেছে কর্মচারীদের জন্য।

Exit mobile version