জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন এক স্মারকলিপি পেশ করেছে শুক্রবার। দাবি গুলি হল মটরস্ট্যান্ড এলাকায় বহুতল দালান বাড়ি প্রকল্প নির্মানের কাজ ইতিমধ্যে শিলান্যাস হওয়ার পথে। উক্ত এলাকায় ছোট গাড়ির অনেকগুলি যাত্রী ষ্ট্যান্ড ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্টল। শ্রমিক থেকে ক্ষুত্র ব্যবসায়ীরা আশঙ্খা করছেন একাজ শুরু হলে তারা ভীষণ ক্ষতির মুখে পড়বেন। বন্ধ হয়ে যাবে তাদের রোজগার। হয়রানির শিকার হবেন নিত্যযাত্রীরা। এ পরিস্থিতিতে রাজ্যের পরিবহন শ্রমিকদের তিনটি সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ও ত্রিপুরা ই-রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন গভীরভাবে উদ্বিগ্ন।তাই শ্রমিকদের বিকল্প ব্যবস্থা করে কাজ শুরু করার দাবি জানিয়েছে সি আই টি ইউ নেতা অমল চক্রবর্তী।