Site icon janatar kalam

বিধায়ক বিশ্বকেতু দেববর্মার নেতৃত্বে বিভিন্ন দল ছেড়ে ২৪১ পরিবারের ৭৬৬ ভোটার তিপরা মথায় যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটের মুখে বিভিন্ন দলে ভাঙ্গন। বৃহস্পতিবার ধনপুর বিধানসভা কেন্দের বড় পাথর এলাকায় বিভিন্ন দল ত্যাগ করে ২৪১ পরিবারের ৭৬৬ ভোটার তিপরা মথা দলে যোগ দেয়। এদিন প্রথমে বড়পাথর বাজারে একটি বিশাল রেলি করা হয় তিপরা মথার পক্ষ থেকে। পরবর্তী সময়ে স্থানীয় একটি বাড়িতে করা হয় এই যোগদান সভা। সভাতে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বকেতু দেববর্মা, তিপরা মথার রাজ‍্য কমিটির সাধারণ সম্পাদক অমিয় নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Exit mobile version