Site icon janatar kalam

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানায় বড়দোয়ালী যুব মোর্চা সভাপতি সপ্তর্ষি চৌধুরীর নেতৃত্বে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়েছে আট টাউন বড়দোয়ালী যুব মোর্চার উদ্যমী যুব কার্য কর্তারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রত্যেকের সুখী ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। ৮টাউন বড়দোয়ালী যুব মোর্চা সভাপতি সপ্তর্ষি চৌধুরীর নেতৃত্বে যুব কর্মকর্তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রাজ্য সভায় প্রার্থী করায় উৎফুল্লিত। বিপ্লব দেব এর নেতৃত্বে 2023 বিধানসভা নির্বাচনে এখন থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে চায় যুব মোর্চা। উল্লেখ্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বিপ্লব দেব ঘোষণা করেছিল 15 দিন ত্রিপুরার জন্য সময় দেবে , মাসের বাকি 15 দিন সময় দেবে হরিয়ানাকে | 2047 সালের মধ্যে ত্রিপুরাকে দেশের সেরা রাজ্যগুলির মধ্যে অন্যতম করে তুলবে। এই অঙ্গীকার নিয়েছিল অনেক আগেই। বিপ্লব দেবকে ফের গুরু দায়িত্ব অর্পণ করায় একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপন করেছে যুব মোর্চা সভাপতি সপ্তর্ষি চৌধুরী।

Exit mobile version