Site icon janatar kalam

চিত্রশিল্পীদের প্রতি শিক্ষামন্ত্রীর আবেদন আপনারা আপনাদের শিল্পকর্মের মাধ্যমে ত্রিপুরাকে ফুটিয়ে তুলার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কোন কিছু না লিখে, না বলে অনেক কিছুই মানুষকে বুঝিয়ে দিতে পারেন চিত্রশিল্পীরা। আপনাদের চিত্রশিল্পের মাধ্যমে ত্রিপুরাকে ফুটিয়ে তুলতে হবে। রাজ্যের চিত্রশিল্পীদের প্রতি এই আবেদন রাখলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগরতলার আর্ট কলেজের ছাত্র ছাত্রীদের হাতের ছোয়ায় রবীন্দ্র ভবনে ফুটে উঠেছে বালি ঢালাইয়ের অপূর্ব দেওয়াল চিত্রের নিদর্শন। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উন্মোচন হয় তার। ভাষণ রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রাজ্যের চিত্রশিল্পীদের মেধার খুবই প্রশংসা করেন। বলেন কথা না বলে এবং কোন কিছু না লিখে একমাত্র চিত্রশিল্পীরাই পারেন অন্য মানুষকে নিজের মনের ভাব বুঝতে। চিত্রশিল্পীদের প্রতি শিক্ষামন্ত্রীর আবেদন আপনারা আপনাদের শিল্পকর্মের মাধ্যমে ত্রিপুরাকে ফুটিয়ে তুলুন। শিক্ষামন্ত্রী বলেন ছবিমুড়া, ঊনকোটির শিল্প নিদর্শন বহিঃরাজ্যের শিল্প নিদর্শন থেকে কোন অংশেই কম নয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার , চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তুষ সাহা প্রমুখ। উচ্চশিক্ষা দপ্তরের সহযোগিতায় গড়ে উঠেছে রবীন্দ্র ভবনের এই চিত্রশিল্পের নিদর্শনটি।

Exit mobile version