জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে আরও দুইটি আই আর ব্যাটেলিয়ান স্থাপনের দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। স্বরাষ্ট্রমন্ত্রী আই আর ব্যাটেলিয়ান স্থাপনের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানা যায়। এদিন এছাড়াও রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। একই দিনে রাজ্যের পর্যটন শিল্প এবং ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশ সাধনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি পর্যটন ও ডোনার বিষয়ক মন্ত্রী জি কিষান রেড্ডির সাথে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা নয়াদিল্লিতে কেন্দ্রীয় সংস্কৃতি পর্যটন ও ডোনার বিষয়ক মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতকার কালে রাজ্যের সংস্কৃতি ও পর্যটন বিকাশের বিভিন্ন দিক তুলে ধরেছে। কেন্দ্রীয় মন্ত্রী এদিন রাজ্যের উন্নয়ন কল্পে সকল ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে লিখেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা