Site icon janatar kalam

কেবিনেট সিদ্ধান্তের পরেও নিয়োগে গাফিলতি করছে দপ্তর নির্বাচনের আগেই করতে হবে নিয়োগ হুমকি বৃহত্তর আন্দোলনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নির্বাচনের আগেই নিয়োগ করতে হবে ফার্মাসিস্টদের। নতুবা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে বেকার ফার্মাসিস্টরা। অভিযোগ কেবিনেট সিদ্ধান্তের পরেও নিয়োগে গাফিলতি করছে দপ্তর। নালিশ জানাতে গিয়ে বাড়িতে পেল না মুখ্যমন্ত্রীকে। সরকারি কাজে মুখ্যমন্ত্রী রয়েছে বহির রাজ্যে। ফলে অনেকটা নিরাশ হয়েই ফিরতে হয়েছে বেকার ফার্মাসিস্টদের। তাদের অভিযোগ রাজ্য সরকারের মন্ত্রিসভা কেবিনেট সিদ্ধান্ত নিয়ে দুই দুইবার ফার্মাসিস্টদের নিয়োগ করবে বলে প্রচার করেছিল। বাস্তবে অন্তঃসারশূন্য। নিয়োগের কোন বালাই নেই।গত 2021 সালে ও 22 সালে দুইবার রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে করে জানিয়েছিল সরকারের মুখপাত্ররা। কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে কোন বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় হতাশায় ভুগছে বেকার ফার্মাসিস্টরা। দফাওয়ারী দেখা করেছিল স্বাস্থ্য অধিকর্তার সাথে। মিলেনি কোনো সদুত্তর। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিল বেকাররা। বেকারদের স্পষ্ট বক্তব্য আমাদেরকে সরকার জানাতে হবে কেবিনেট সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও কেন তাদেরকে নিয়োগ হচ্ছে না। জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। নতুবা বাধ্য হবে আন্দোলনে নামতে। বর্তমানে রাজ্যের প্রায় সাড়ে তিন হাজারের উপরে ফার্মাসিস্ট বেকার রয়েছে। এছাড়াও 100 জনের মত বেকার ফার্মাসিস্ট রয়েছে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক। চলতি বছরে তাদেরকে নিয়োগ না করলে সংখ্যা আরো অনেকগুণ বেড়ে যাবে বলে জানিয়েছে ফার্মাসিস্টরা।

Exit mobile version