Site icon janatar kalam

শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করার হুমকি পুলিশ টিএসআর ও ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি থাকবে কতক্ষণ , বিজেপি যাবে বিসর্জন , অনাচার কর যদি রাজা তুমি ছাড় গদি। নতুন এই স্লোগান তুলে শিক্ষক দিবসে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এসএফআই টি এস ইউ। পুলিশের সাথে ধস্তাধস্তি । শিক্ষক দিবসে শিক্ষক নিয়োগের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন কর্মসূচি সংঘটিত করেছে বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই, টি এস ইউ। সোমবার সকালে শিক্ষা দপ্তরের সামনে ধর্নায় বসে পড়েছে দুটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মী-সমর্থকরা। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর অভিযোগ , রাজ্যের প্রায় প্রতিটি স্কুল-কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে। এই মুহূর্তে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ না করে ঘটা করে শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করে চলেছে। এস এফ আই টি এস ইউ নতুন স্লোগান তুলেছে বিজেপি সরকারের কার্যকলাপ নিয়ে। বলছে বিজেপি থাকবে কতক্ষণ , বিজেপি যাবে বিসর্জন , অনাচার কর যদি রাজা তুমি ছাড় গদি। এদিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ধর্নার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী। পুলিশ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে শিক্ষা দপ্তরের সামনে থেকে উঠে যাওয়ার কথা বলতেই ছাত্র সংগঠনের সর্মথকরা উচ্চস্বরে পুলিশের বিরুদ্ধেও স্লোগান তুলতে থাকে। কিছুতেই অবরোধ মুক্ত করতে চায়নি ছাত্র সংগঠনগুলো। এই পরিস্থিতিতে একসময় পুলিশ ও ছাত্র সংগঠনের নেতৃত্ব ও সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনায় বেশ কয়েকজন এসএফআই টিএসইউ কর্মী-সমর্থক অল্পবিস্তর আহত হয়েছে বলে জানা যায়। ঘটনায় ক্ষুব্দ হয়ে পড়েছে ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ। রাজ্য সরকারের পুলিশ ও টি এস আরের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে টি এস ইউ রাজ্য সম্পাদক স্পষ্ট হুমকি দিয়ে বলেন। অবিলম্বে যদি শিক্ষা দপ্তরের তরফ থেকে ছাত্র সংগঠনগুলোর সাথে কথা না বলা হয়, তাহলে জাতীয় সড়ক অবরোধ করবে সংগঠনের নেতৃবৃন্দ। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ টি এস আর ও ছাত্রনেতাদের ধস্তাধস্তিতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল শিক্ষা দপ্তর চত্বরে। যদিও পুলিশী তৎপরতায় ক্ষনিকের মধ্যেই এলাকার পরিবেশ শান্ত হয়ে যায়।

Exit mobile version