Site icon janatar kalam

৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলার অনুমতি পেলেও যাত্রীদের দিতে হচ্ছে দ্বিগুন ভাড়া

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের দূরপাল্লার বাসগুলি চলাচলের অনুমতি পেলেও বাসের মালিকরা ভাড়া নিচ্ছেন দ্বিগুন এমনই অভিযোগ যাত্রী সাধারণের . জানা যায় মঙ্গলবার বিলোনিয়া থেকে আগরতলার উদ্দেশ্যে আগত যাত্রীবাহী বাসের ভাড়া ৭০ টাকার জায়গায় ভাড়া নিয়েছেন জনপ্রতি ১৪০ টাকা . এ বিষয়ে বাস সিন্ডিকেটের জনৈক ব্যাক্তির সাথে কথা বললে তিনি জানান যে এ বিষয়ে উনি কিছু জানতেন না সংবাদ মাধ্যম থেকে তিনি এ বিষয়ে অবগত হয়েছেন এবং তিনি দক্ষিন জেলার বাস মালিকদের ডেকে এবিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন . স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনা অনুসারে বাস চলার অনুমতি পেয়ে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া নেওয়ার বিষয়কে কেমন চোখে দেখছে রাজ্য সরকার সেটা নিয়ে রইলো প্রশ্ন রাজ্য সরকারের কাছে.

Exit mobile version