জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে একদিনের এক অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে। স্বাবলম্বী গ্রাম গড়ে তুলতে পঞ্চায়েত গুলির কী কী ভূমিকা নিতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকরা। মূলত স্বচ্ছ গ্রাম , অর্থনৈতিকভাবে স্বাবলম্বী গ্রাম , এছাড়া গ্রামের পানীয় জল যোগাযোগব্যবস্থা বিদ্যুতায়ন সমস্ত কিছুর উপর নজর দিয়ে উন্নয়ন কাজকে আরও ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। এদিন অনুষ্ঠানের সূচনা করেন পঞ্চায়েত দপ্তরের যুগ্ম অধিকর্তা কমলেশ ধর। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এল এইচ ডারলং ,স্পেশাল সেক্রেটারি ডক্টর সন্দীপ রাঠোর ,অধিকর্তা দেবানন্দ রিয়াং, এডিশনাল ডিরেক্টর প্রসন দে, ডেপুটি ডিরেক্টর জয়দীপ চক্রবর্তী প্রমূখ ,|