জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত বকেয়া বিল পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা। দাবি আদায়ে বারবার দপ্তরের আধিকারিক থেকে মন্ত্রীদের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোন ধরনের সুফল নেই। তাই এবার আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। ১৫ সেপ্টেম্বরের মধ্যে দাবিগুলি আদায় না হলে ১৬ সেপ্টেম্বর ঘেরাও করা হবে দপ্তরের অধিকর্তার কার্যালয়। এবার এমনটাই বার্তা দিলেন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের রাজ্য সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী।
দাবিগুলি আদায়ের লক্ষ্যে শনিবার ফের আরো একবার ত্রিপুরা অঙ্গনারী কর্মী সংঘের এক প্রতিনিধি দল ছুটে যান সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরে। দপ্তরের অধিকর্তার শরণাপন্ন হতে তারা চাইলেও, তা সম্ভব হয়ে ওঠেনি অধিকর্তার অনুপস্থিতির কারণে। এতে করে স্বাভাবিকভাবেই হতাশ অঙ্গনারী কর্মীরা। তাদের অভিযোগ বিভিন্ন প্রকল্পের অর্থ বিগত ৮ মাস ধরে বকেয়া রয়েছে। যার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টার পরিচালনা করতে গিয়ে আর্থিক সমস্যায় ভুগছেন তারা। এভাবে দিনের পর দিন বিল বকেয়া থাকায় দেওয়ালে তাদের পিঠ ঠেকে গেছে। তাই এবার দাবি আদায়ের জন্য বৃহত্তর আন্দোলন নামার সিদ্ধান্ত নেয় সংগঠন।