গান্ধী মূর্তির পাদদেশে এন এস ইউ আই এর বিক্ষোভ
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি।
কংগ্রেস দলের ছাত্র সংগঠন এনএসইউআই এর অভিযোগ গত কয়েক বছরে রাজ্যে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকার ফলে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা। প্রচুর সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও যোগ্যতা সম্পন্ন বেকার যুবক-যুবতীদের নিয়োগ নেই। এদিকে আবার দীর্ঘদিন ধরেই জেআরবিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করছে না সংশ্লিষ্ট দপ্তর। এনিয়ে প্রতিনিয়তই বেকারা রাস্তায় নামছেন। এরকম একগুচ্ছ অভিযোগ এনে শনিবার আগরতলা সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল এন এস ইউ আই এর কর্মীরা। সংগঠনের প্রদেশ সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে কর্মীরা হাতে প্লে কার্ড নিয়ে শামিল হয় এই বিক্ষোভ কর্মসূচিতে। শীঘ্রই দপ্তর দাবি গুলি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্রনেতা শ্রী রায়। এদিকে বেশ কিছু সময় আন্দোলন চলার পর পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যায়।