জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য দ্রুত উন্নয়নের দিশায় এগিয়ে চলছে। এখানে উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সত্যিকার অর্থে আগামীতে ত্রিপুরার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। শুক্রবার বোধজংনগর শিল্প নগরীতে উদ্যোগী ভবন এন্ড এক্সিবিশন কাম ইনফরমেশন সেন্টারের শুভ উদ্বোধন বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন , প্রতিবেশী বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক তথা আমদানি রপ্তানি আরো বৃদ্ধি করতে হবে। সাব্রুমের মৈত্রী সেতুর মাধ্যমে আগামীতে এই অঞ্চলের বাণিজ্যিক দ্বার আরও সম্প্রসারিত হবে। এই সেতুর মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন দিগন্ত খুলে যাবে। ত্রিপুরাতে শিল্পের সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাব্রুম পর্যন্ত রেল সংযোগ স্থাপনের জন্য রাজ্যের মানুষকে আন্দোলন করতে হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। এর পাশাপাশি এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার।