Site icon janatar kalam

স্বাস্থ্য দপ্তর পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
সিদ্ধিদাতা গণেশের আরাধনার দিনেও প্রশাসনিক কাজে করমে গতি আনতে তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার ফের আরো একবার দেখা গেল এমনটা। এদিন নিজের হাতে থাকা দপ্তরের কাজকর্ম সরোজমিনে খতিয়ে দেখতে আচমকা গোর্খাবস্তি স্বাস্থ্য দপ্তর পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে বিভিন্ন সেকশন ঘুরে দেখেন তিনি। শুধু তাই নয় দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মচারীদের সাথেও তিনি কথা বলেন। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান দপ্তরের কাজকর্ম স্বাভাবিক থাকলেও আরো বেশ কিছু পরিবর্তন আনতে হবে।

Exit mobile version