Site icon janatar kalam

প্রদেশ কংগ্রেস সভাপতির উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানান সুবল ভৌমিক

ত্রাণ বন্টন কর্মসূচিতে আক্রমণের শিকার প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস . ঘটনা রানিরবাজার এলাকায় . গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি রানিরবাজার এলাকায় এক সভায় অংশগ্রহন করতে গিয়ে শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা আক্রমণের শিকার হন বলে জানান কংগ্রেস নেতা সুবল ভৌমিক. পাশাপাশি এদিন তিনি আরো বলেন যে কিছুদিন পূর্বে বিরোধী সব দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক নামে এক নাটক মঞ্চস্থ করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী , সেখানে মুখ্যামন্ত্রী বিরোধী দলগুলিকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান রাখেন , কিন্তু দেখা যাচ্ছে তিনি মুখে একটা বলেন আর কাজে আরেকটা .

Exit mobile version