Site icon janatar kalam

আমবাসায় কোয়ারেন্টাইনকে ঘিরে দেখা যায় উত্তেজনা

গত ২রা মে ১৩৮ বিএসএফ ব্যাটেলিয়ানের ২ জওয়ানের করোনা সংক্রমণের খবর জানাজানি হওয়ার ১ দিন পরই ১৩৮ বিএসএফ ব্যাটেলিয়ানের ১২ জন জওয়ানের করোনা সংক্রমণের খবর জানা যায়. তারই পরিপ্রেক্ষিতে আমবাসা প্রাথমিক হাসপাতালকে covide 19 এ আক্রান্ত 138 bsf ব্যাটেলিয়ানের 12 জওয়ানকে আইসোলেট করার জন্য নির্ধারণ করা হয়েছে lএ খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আমবাসা চান্দ্রিছেরা এলাকার জনগণ হাসপাতাল চত্বরে এসে বিক্ষোভ প্রদর্শন করে l তাদের দাবি তাদের সুরক্ষার কথা চিন্তা করে এখানে যাতে তা না করা হয় lখবর পেয়ে আমবাসা থানা থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে l এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে .

Exit mobile version