জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৭ থেকে ৩০ হাজার লোকের জমায়েত করার টার্গেট নেওয়া হয়েছে খুমুলঙে নাড্ডার জনসমাবেশে। জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফরকে ঘিরে জোর প্রস্তুতি চলছে খুমুলঙে। শনিবার জনসমাবেশ স্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন,কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সহ অন্যান্য নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, এই প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ ত্রিপুরায় আসছেন।যদিও এর আগে আরো দু’বার আসার প্রস্তুতি ছিল কিন্তু সে যাত্রায় অধ্যক্ষের সফর বাতিল হয়ে যায়। জনজাতি ও রিয়াং শরণার্থীদের পূনর্বাসনের বিষয়েও এদিন মুখ্যমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। ধারণা করা হচ্ছে বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার উন্নয়নকল্পে কোন ভালো ঘোষণা করবে।উপজাতি এলাকা গুলি থেকে প্রচুর সংখ্যক মানুষের জমায়াত করার জন্য মাঠে রয়েছে পার্টির সর্বস্তরের কর্মীবৃন্দরা।