জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজধানী আগরতলার উমাকান্ত ময়দানে বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” ফুটবল মাঠ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। আগরতলার ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে ৫ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” তৈরীর কাজ চলছে। যদিও কাজ ইতিমধ্যেই প্রায় শেষের পথে। শনিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে উমাকান্ত মিনিষ্টেডিয়াম পরিদর্শন করলেন ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সুবিকাশ দেববর্মা, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ-অধিকর্তা বনজিৎ বাগজী, বিপ্লব দত্ত সহ ক্রীড়া দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে এদিন ক্রীড়া মন্ত্রী অত্যাধুনিক ভাবে গড়ে উঠতে যাওয়া মাঠের কাজ খতিয়ে দেখলেন। একই সাথে তিনি এই বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ” মাঠ এর নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করে নির্মাণের সাথে যুক্ত আধিকারিকদের সাথে কথা বলে অতিদ্রুত এই “সিন্থেটিক ফুটবল টার্ফ” নির্মাণের অবশিষ্ট কাজ শেষ করার নির্দেশ দেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ক্রীড়া মন্ত্রী বলেন,
ফুটবলকে জাগাতে, ফুটবলের পরিকাঠামোর উন্নয়নে এবং নতুন প্রতিভা অন্বেষণে সর্বোপরি ফুটবলের গুণমান বাড়ানোর লক্ষ্যে আন্তরিক বর্তমান সরকার। রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর পরিকাঠামোগত উন্নয়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে এবং এরই অঙ্গ হিসেবে রাজ্য সরকারের আর্থিক আনুকূল্যে রাজধানী আগরতলার উমাকান্ত ময়দানে বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” ফুটবল মাঠ নির্মাণের কাজও প্রায় শেষের পথে। রাজধানী আগরতলার ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে ৫ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” তৈরীর কাজ প্রায় শেষ।