জনতার কলম ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি ত্রিপুরা মেডিকেল কলেজকে এইমসের আদলে গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে।ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই তার অনুমোদন পাওয়া যাবে , বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড ডঃ বি আর আম্বেদকর টিচিং হসপিটালকে এইমসের আদলে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।তার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ত্রিপুরায় একটি এইমস হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল। সেজন্য ত্রিপুরা রাজ্য সরকারও ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড ডঃ বি আর আম্বেদকর টিচিং হসপিটালকে বেছে নিয়েছে। শনিবার কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ছাত্র-ছাত্রীদের তুলনায় কোনও অংশে কম নয় ত্রিপুরার ছাত্রছাত্রীরা। অন্য রাজ্যের ছাত্রছাত্রীদের সঙ্গে সমানতালে এগিয়ে রয়েছে ত্রিপুরার ছাত্র-ছাত্রীরাও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজের চেয়ারম্যান ড: প্রমতোশ রায় , সি ই ও স্বপন সাহা , প্রফেসর ড: অরিন্দম দত্ত , ডঃ দেবাশীষ বাসু , ড: মিহির কুমার দাস প্রমূখ।