জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কেন্দ্রীয় সরকার রাজ্যের মাদ্রাসা গুলির উন্নয়নের জন্য ১ কোটি ১৪ লক্ষ ৫০ হাজার ৯৯৩ টাকা বরাদ্দ করেছে। এই অর্থ দিয়ে রাজ্যের ১৩৯টি মাদ্রাসায় কম্পিউটার সহ অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন গড়ে তোলা হবে। ইতিমধ্যেই এই টাকা রাজ্যের ২৬ টি স্কুল ইন্সপেক্টর এর কার্যালয়ে পৌঁছে গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের এই তৎপরতার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ত্রিপুরা রাজ্য ওয়াকক বোর্ডের চেয়ারম্যান শাহ আলম। সোমবার আগরতলায় ওয়াকফ বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়ে চেয়ারম্যান শাহ আলম আরো বলেন, পার্লামেন্টের অধিবেশনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি র প্রথম প্রবেশ করার পরেই বলেছিলেন দেশের ২৫ কোটি ধর্মীয় সংখ্যালঘুদের এক হাতে থাকবে কোরআন শরীফ এবং অন্য হাতে থাকবে কম্পিউটার। এই দৃষ্টিভঙ্গিতেই রাজ্যের মাদ্রাসা গুলির উন্নয়নের জন্য নতুন করে অর্থ বরাদ্দ করা হয়েছে।