আজ মহাকরনে রাজ্যের ভিসি ও ইনচার্জ সহ শিক্ষাদপ্তরের আধিকারিকদের নিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়. এদিনের বৈঠকে রাজ্যের উচ্চ শিক্ষার পরীক্ষাগুলির বিষয়ে আলোচনা হয়. বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান রাজ্যে বর্তমান পরিস্থিতি যে অবস্থায় রয়েছে সেভাবে যদি জুলাই মাস অব্দি থাকে তাহলে ইউজিসি নির্দেশিকা মেনে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ফাইনাল পরীক্ষা ও ইঞ্জিনিয়ারিং কলেজের সেমিস্টার পরীক্ষগুলো করানো হবে বলে জানান. পাশাপাশি আগামীকাল রাজ্যের সমস্ত প্রিন্সিপল ও ইনচার্জ দের নিয়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে চলা অনলাইন শিক্ষা বেবস্থাকে আরো কিভাবে উন্নত মানের করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে ভিডিও বার্তার মাধ্যমে.