জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
শনিবার আগরতলায় পশ্চিম জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা। এদিনের এই সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক। জেলা সভাধিনেত্রী অন্তরা দেব সরকারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। গুরুত্বপূর্ণ এই সভায় বিভিন্ন দপ্তরের কাজকর্মের পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় তার জন্য গুরুত্বারোপ করেন কর্মকর্তারা। এদিনের বৈঠক প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয় বৈঠকে। উদ্দেশ্য একটাই সরকারি প্রকল্প গুলিকে সঠিকভাবে বাস্তবায়ন করে রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি দ্রুত কিভাবে কাটিয়ে তোলা সম্ভব তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়।