জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার উদ্যোগে অনুষ্ঠিত চাকুরীর নিয়োগ সংক্রান্ত
পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে বারবার দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকদের দ্বারস্থ হচ্ছেন পরীক্ষার্থীরা। কিন্তু বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই পরীক্ষার ফলাফল ঘোষণা করতে পারছে না কর্তৃপক্ষ। এই অবস্থায় ফলাফল ঘোষণার দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখল পরীক্ষার্থীরা। শনিবার আরো একবার তাদের দাবি নিয়ে রাস্তায় নামলো এই বেকার যুবক-যুবতীরা। এদিন আগরতলায় জেআরবিটির অফিসের সামনের ব্যস্ততম সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। তাদের একটাই দাবি অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হোক। আর এই দাবিতে এদিন রাস্তা অবরোধ করলে ব্যাহত হয় যান চলাচল। ফলে আরক্ষা প্রশাসনের কর্মীরা অনেকটা জোর জবরদস্তি ভাবে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে রাস্তা অবরোধ মুক্ত করে।