জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্যের সর্বত্র শনিবার কংগ্রেস দলের নেতাকর্মী সমর্থকরা যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করলেন রাজীব গান্ধীকে। এদিন রাজীব গান্ধীর ৭৮ তম জন্মবার্ষিকী। তবে রাজ্যে কেন্দ্রীয়ভাবে এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে। সকালে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে দলীয় ও বিভিন্ন গণসংগঠন গুলির পতাকা উত্তোলন করেন নেতৃত্ব। পরে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মী সমর্থকরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, গোপাল চন্দ্র রায় সহ প্রদেশ কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ব। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা বলেন, ভারতরত্ন রাজীব গান্ধী গোটা বিশ্বের কাছে ভারতকে নতুন দিশা দেখিয়েছেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আজকের এই অগ্রগতির মূল কান্ডারী হলেন রাজীব গান্ধী।