জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পারমিট বিহীন রাস্তায় যাত্রীবাহী গাড়ি চলাচলের প্রতিবাদে আবারো সোচ্চার হলেন আগরতলা রাধানগর বাস স্ট্যান্ডের একাংশ পরিবহন শ্রমিক। তাদের অভিযোগ, মোহনপুর মহকুমা শাসকের অবৈধ সিদ্ধান্তের ফলে রাধানগর বামুটিয়া সড়কের বাস ও জীপ চালকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন। আগরতলা রাধানগর থেকে গান্ধীগ্রাম ভায়া বামুটিয়া তালতলা সড়কে যাত্রী পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছেন একাংশ বাস ও জীপ চালকরা। অভিযোগ এই সড়কে অবৈধভাবে পারমিট ছাড়া বেশ কিছু অটোরিকশা যাত্রী পরিবহন করছে। আর এতে করে স্বাভাবিকভাবেই বৈধ পারমিটের গাড়ি গুলির চালকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন। তাই অবিলম্বে মোহনপুর মহকুমা শাসকের জারি করা পারমিট প্রত্যাহার করে পারমিট থাকা গাড়িগুলিকে নির্দিষ্ট রোডে যাত্রী পরিষেবা চালু রাখার দাবিতে শুক্রবার রাধানগর বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখায় পরিবহন শ্রমিকরা।