জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে
মিলিত হলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার সুদীপের এই সাক্ষাৎকার অনেকটা পূর্ব পরিচয় সূত্রেই। সাক্ষাৎকারে কংগ্রেস বিধায়ক রাজ্যের সার্বিক পরিস্থিতি ডিজির কাছে তুলে ধরেন। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনের সাথে এদিনের সাক্ষাৎকার পুরোপুরি অরাজনৈতিক বলে জানালেন বিধায়ক। সুদীপ রায় বর্মন জানিয়েছেন, ১৯৯২ – ৯৩ সালে ত্রিপুরায় এসপি হিসেবে কর্মক্ষেত্রে যোগ দিয়েছিলেন রাজ্যের বর্তমান ডিজি অমিতাভ রঞ্জন। সে সময় থেকেই তার সাথে পরিচয় ছিল। তাই পূর্ব পরিচয়ের সূত্র ধরে এদিন আনঅফিসিয়াল ভাবে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে এক সৌজন্য মূলক সাক্ষাৎকারে মিলিত হন। কিন্তু তার মধ্যেও রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে কিছু আলাপ আলোচনা হয়েছে। রাজ্যের পরিস্থিতি কী চলছে না চলছে সে ব্যাপারে কিছু আলোচনা হয়েছে। রানীর বাজারে দলীয় কর্মসূচিতে গিয়ে তার ওপর যে হামলা হয়েছিল সেই বিষয়টিও ডিজির কাছে জানানো হয়েছে।