জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে সব কয়টি ওয়ার্ডের কর্পোরেটরদের নিয়ে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা চক্র অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সভায় পৌরহিত্য করেন পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। এতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দেব দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ স্বাস্থ্য দপ্তর ও জাতীয় স্বাস্থ্য মিশনের আধিকারিকরা। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা রয়েছে নির্বাচিত প্রতিনিধিদের। তাই এই প্রতিনিধিদের প্রকল্প সম্পর্কে অবগত করার লক্ষ্যেই এদিনের এই আলোচনা চক্রের আয়োজন। তবে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হেপাটাইটিস। কারণ বর্তমানে রাজ্যে এই রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ যেন বাড়ছে। তাই একে প্রতিরোধ করে তোলার জন্য সবার আগে প্রয়োজন মানুষকে সচেতন করা।