Site icon janatar kalam

অত্যাধুনিক জল পরিশোধন প্লান্টের সূচনা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ফটিকরায়ে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের উদ্যোগে প্রতিদিন ১.২০ লক্ষ গ্যালন জল পরিশোধন ক্ষমতাসম্পন্ন নবনির্মিত অত্যাধুনিক জল পরিশোধন প্লান্টের উদ্বোধন হল মঙ্গলবার। এক আনন্দঘন পরিবেশের মধ্যে অত্যাধুনিক এই প্লেনটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে সবার কাছে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভূগর্ভস্থ জলের ওপর নির্ভরতা না কমালে নিকট ভবিষ্যতে গুরুতর পরিণতির মোকাবিলা করতে হবে। এই ভূগর্ভস্থ জল পরিশোধন প্ল্যানট স্থানীয় জনগণ সহ এই এলাকায় বিভিন্ন পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ,ব্যবসায়ী ও পথচারীদের অনেকাংশে বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলী জাতি কল্যাণ,প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস, ফটিকরায় কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Exit mobile version