জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আমবাসা মহকুমার হাদুক্লু পাড়াতে পুনর্বাসন পাওয়া রিয়াংদের সাথে নিয়ে এবারের স্বাধীনতা দিবস পালন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার সকালে অত্যন্ত এই এলাকায় ছুটে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন তিনি। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
২৩ বছরের অনিশ্চিত জীবন যাপনের পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আন্তরিকতায় রিয়াং ভাই বোনরা তাদের থাকার স্থায়ী ঠিকানা পেয়েছেন। তারা এখন আনন্দিত। তাদের মাঝে উপস্থিত থেকে স্বাধীনতা দিবসে পতাকা তোলা এক অনন্য অনুভূতি। এই দিনটিতে তাদের মাঝে থাকতে পারাটা আমার জন্য বিশেষ প্রাপ্তি। জাতীয় পতাকা উত্তোলন করে এদিন তিনি রিয়াং শরণার্থীদের বাসস্থানে গিয়ে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি শরণার্থীদের সাথে কথা বলে জানান,অনিশ্চয়তার আঁধার কাটিয়ে আলোর পথ যাত্রী সাজনা ও কমলা রিয়াংরা l প্রতিটি জাতিগোষ্ঠীর আর্থসামাজিক এবং সার্বিক জীবনমান বিকাশে মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের আন্তরিক সদিচ্ছার উজ্জ্বলতম দৃষ্টান্ত, ত্রিপুরায় আশ্রয় নেয়া ব্রু রিয়াং উদ্বাস্তুদের দীর্ঘ সমস্যার স্থায়ী সমাধান l সাজনা রিয়াং দিল্লিতে কর্মরতা ও কমলা রিয়াং বিএড পাঠরতা l মহিলা ক্ষমতায়ন ও সামাজিক অধিকার সুনিশ্চিতিকরণের নিদর্শন l কাঞ্চনপুরের আশ্রয় শিবির থেকেই, বর্তমানে কেন্দ্রীয় বিভিন্ন সহায়তায় স্থায়ী ঠিকানা ও উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রসস্থ হয়েছে তাঁদের l