Site icon janatar kalam

বিশ্রামগঞ্জে জেলাভিত্তিক অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন উপমুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সিপাহীজলা জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৭৬তম স্বাধীনতা দিবস। সোমবার জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মনের হাতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলে সিপাহীজলা জেলা শাসক বিশ্বশ্রী বি. জেলা পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস (দত্ত) সহ জেলার সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানের জেলা পুলিশ, টি.এস.আর এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কাউটে অংশ গ্রহন করে। বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন প্রধানমন্ত্রীর আজাদী-কা-অমৃত-মহোৎসবের অঙ্গ হিসেবে হার ঘর তিরঙ্গা কর্মসূচির ভূয়সী প্রসংসা করেন। পাশাপাশি ১৯৪৭ সালে ধর্মের নিরিখে দেশ ভাগের জন্য নাম না করে কংগ্রেস দলের তীব্র সমালোচনা করে উপমুখ্যমন্ত্রী।

Exit mobile version