Site icon janatar kalam

২০০ বছর ইংরেজের রাজত্বের পর বহু শহীদের বিনিময়ে আজকের দিনে এই স্বাধীনতা প্রাপ্তি :-মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
৭৬ তম স্বাধীনতা দিবসে নিয়ম মেনে সোমবার সকালে নিজের সরকারি আবাসনে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী হিসেবে এবারই প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করলেন তিনি। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের পর আবাসনে কর্মরত আরক্ষা প্রশাসনের কর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ২০০ বছর ইংরেজের রাজত্বের পর বহু শহীদের বিনিময়ে আজকের দিনে এই স্বাধীনতা প্রাপ্তি । তাই আজকের দিনটি শহীদদের স্মরণ করার দিন। প্রতিবছর এই দিনটি পালিত হয়, তবে এবছর যেন অনেকটাই ব্যতিক্রম। প্রধানমন্ত্রী বলেছেন তাদের সব সময় স্মরণ করতে হরঘর তিরঙ্গা। আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর এই হরঘর তিরঙ্গা কর্মসূচিতে যেভাবে রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন তার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি।

Exit mobile version