Site icon janatar kalam

ঘরে ঘরে উঠছে জাতীয় পতাকা: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে হরঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে রবিবার আগরতলা শহরে শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেয় আগরতলা শহরের ছয়টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। শোভাযাত্রায় ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং কৃষ্টি সংস্কৃতি তুলে ধরে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। এদিন সকালে বর্ণ্নাঢ্য এই শুভ যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গাতে সাড়া দিয়ে রাজ্যের মানুষ ঘর থেকে বের হয়ে পড়েছেন। ঘরে ঘরে উঠছে জাতীয় পতাকা। শহরের স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা উৎসাহের সাথে অংশ নেয় এই শোভাযাত্রাতে। তিনি আরো বলেন আজাদীকা অমৃত মহোৎসবের একটা অংশ হরঘর তিরঙ্গা। একে ঘিরে যে উন্মাদনা তা সত্যিই প্রশংসার দাবি রাখে। দেশাত্মবোধের ভাবনা তৈরি করাটাই এর মুখ্য উদ্দেশ্য ও লক্ষ্য।

Exit mobile version