জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রবিবার সকালে সদর মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে কচিকাঁচা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। সরকারিভাবে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল কচিকাঁচা শিশুদের মধ্যে।এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্য আধিকারিকরা। এই অঙ্কন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, বহু স্বাধীনতা সংগ্রামী শহীদান এর মধ্য দিয়েই এসেছে এই স্বাধীনতা। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর আহ্বানে রাজ্যেও উৎসবের মেজাজে হরঘর তেরেঙ্গা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিরঙ্গা পতাকা হল আমাদের একতার প্রতীক। এই পতাকা দেশবাসীর গর্বের। তিনদিন পতাকা উত্তোলনের মধ্যেই গোটা বিশ্বকে দেখানো হচ্ছে যে আমরা ভারতবাসী এক ও শ্রেষ্ঠ।